Skip to main content

গ্রুপ আলোচনা

  • এই সপ্তাহের প্রথম দিন ২৩ মে ছিল জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ২৭ তম জন্মদিন। Happy birthday, Java!
  • List of resources for learning Servlet and JSP on Youtube and Udemy
  • Md. Sakib Ahmed প্রশ্ন করেছেন JDBC নিয়ে, এখানে বিস্তারিত উত্তর দিয়েছেন Rafiqul Echo. আলোচনা
  • গ্রুপের সদস্য Jamilur Rahman একজন ফ্রেশার জাভা ডেভলাপরকে মেন্টরিং করবেন। জামিলুর রহমান কিছু ক্রাইটেরিয়ার ভিত্তিতে প্রার্থীকে বেছে নেবেন এবং এই প্রক্রিয়ায় সফল হলে ভবিষ্যতে বড় গ্রুপ নিয়ে মেন্টরিংয়ের আগ্রহী। বিস্তারিত

গ্রুপ জবস

গ্রুপের বাইরে

 

লাইব্রেরি/ফ্রেইমওয়ার্ক স্পটলাইট

jOOQ

jOOQ মূলত “হালকা” ডেটাবেজ ম্যাপিং সফটওয়ার যার পুরো নাম Java Object Oriented Querying। লাইব্রেরি লেখক লুকাস এডারের ভাষায় jOOQ  is a simple way to integrate the SQL language into Java in a way that allows for developers to write safe and quality SQL fast and directly in Java such that they can again focus on their business.

jOOQ ঠিক ORM না, তবে ORM এর অনেক ফীচার আছে এতে। এটা মূলত Relational model কেন্দ্রীক। jOOQ এর প্রণেতা লুকাসের ভাষায় “A Happy Medium Between ORMs and JDBC”।

 

 


“Learning the art of programming, like most other disciplines, consists of first learning the rules and then learning when to break them.”

― Joshua Bloch, Effective Java : Programming Language Guide

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.