Skip to main content

গ্রুপ আলোচনা

  • Rezwan Ahamed নতুন  প্রোগ্রামিং শিখছেন এবং জাভা’র বিভিন্ন টার্মস (Java core, Swing, Javafx) নিয়ে জানতে চেয়েছেন। Amit Sen এখানে সংক্ষেপে চমৎকার গাইডলাইন দিয়েছেন।   আলোচনা
  • Rs Imran প্রশ্ন করেছেন JDBC নিয়ে, এখানে বিস্তারিত উত্তর দিয়েছেন Rafiqul Echo. আলোচনা
  • Spring boot application কোন downtime ছাড়াই deploy করার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেছেন Rs Imran। সেখানে blue-green deployment technique নিয়ে চমৎকার আর্টিকেল সাজেস্ট করেছেন Jamilur Rahman।  আলোচনা
  • State of Loom নিয়ে Ron Pressler এর আর্টিকেল শেয়ার করেছেন Khan Abdullah।
  • Spring boot application এর সব request/response ডেটাবেজ-এ সংরক্ষণের best practice নিয়ে প্রশ্ন এসেছে। উত্তরে Firestore, Elastic search, AWS cloudwatch, MongoDB, Cassandra এর যেকোনটি ব্যবহারের পরামর্শ দিয়েছেন গ্রুপ মেন্টররা। বিস্তারিত
  • জাগবিডি’র আ ন ম বজলুর রহমান Jakarta EE এর Ambassador হিসেবে যোগ দিয়েছেন এবং Spring এর বিকল্প ফ্রেইমওয়ার্ক হিসেবে Jakarta EE এর ক্রমাগত ইনোভশন নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেছেন।
  • জাগবিডি মধ্য জুলাই-এ জাভা কনফারেন্স আয়োজনের কথা ভাবছে। এই আয়োজনের জন্য পরামর্শ বা নতুন আইডিয়া আহবান করা হয়েছে। বিস্তারিত

গ্রুপ জবস

গ্রুপের বাইরে


Java isn’t platform independent; it is a platform

— Bjarne Stroustrup

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.